সারাদেশ

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪১

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখাসহ পাঁচটি ক্যাটাগরিতে অবদানের জন্য ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত নারীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য জামালপুর জেলার ফারজানা ইসলাম, সফল জননী হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মোছা: নুরজাহান বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোছা: হোছনা আক্তার, এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা শউলী রানী বিশ্বাসকে সম্মাননা দেয়া হয়।

প্রধান অতিথি মোঃ মোখতার আহমেদ তাঁর বক্তব্যে বলেন, আপনারা যে কাজ করছেন সেটাই আপনাকে মহান করবে। আপনার রং আপনাকে মহান করবে না। মহান করবে আপনার কৃতিত্ব, কর্মকাণ্ড, সৃষ্টিশীলতা এবং অবদান।

তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠান নারীদের প্রতি সমাজের সম্মান ও সাফল্য প্রকাশের একটি উদাহরণ।

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন সুলতানা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।