সারাদেশ

বিরামপুর পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রিয়াজউদ্দিন

বিরামপুর পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রিয়াজউদ্দিন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৫

দিনাজপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজউদ্দিন বিরামপুর পৌরসভা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা নাগাদ তিনি পৌরসভায় এসে পৌঁছান। এ সময় তাকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী এ এসএম শরিফুল ইসলাম ডাকুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবু শোয়েব মোঃ সজল, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া, কর নির্ধারক হাবিবুর রহমান, কোষাধক্ষ আবু সাঈদ মানিক, লাইসেন্স পরিদর্শক খলিলুর রহমান এবং সার্ভেয়ার মনিরুজ্জামান।

এছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।