সারাদেশ

কুড়িগ্রামে আশা'র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রামে আশা'র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩২

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে বুধবার (১২ জানুয়ারি) এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা. সুয়েজ এলবার্ট মারান্ডী। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন আশা কুড়িগ্রাম জেলা সদরের ডিএম মোঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা রাজারহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল আউয়াল ও রাজারহাট থানার উপপরিদর্শক রেজাউল করিম। 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট ১ ব্রাঞ্চের বিএম হামিদুর রহমান, ২ ব্রাঞ্চের বিএম আলতাফ হোসেন এবং ফিজিওথেরাপিস্ট কোরবান আলী।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়।

সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে আশার প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে তাঁর অবদান অনস্বীকার্য।

২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে আশা দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করছে।