সারাদেশ

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা উত্তম গ্রেপ্তার

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা উত্তম গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৩২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ সরকার উত্তম কে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে (১৩ ফেব্রুয়ারি ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আশীষ সরকার উত্তম উপজেলার চাকিরপশার ইউনিয়নের মালিপাড়া গ্রামের উপেন্দ্রনাথ সরকারের ছেলে। তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। পুলিশ জানায়,বুধবার দিবাগত রাতে আশীষ সরকার উত্তমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন কালবেলাকে বলেন,রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।