নাটোরের লালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গোপালপুর পৌর যুবলীগের সদস্য রায়হান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া মহল্লায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রায়হান একই মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেনের ভাই।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
মতামত