নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ধামইরহাট বালিকা বিদ্যালয় হল রুমে এই সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেমিনারে শতাধিক শিক্ষার্থী কিশোরী অংশগ্রহণ করেন। ইউএনও মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য সচেতনতা ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। সেমিনারের সভাপতিত্ব করেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন।
ব্রেস্ট ক্যান্সারের সেমিনার ও ক্যাম্পেইন শেষে একই মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পুষ্টির গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকামাম মাহমুদার সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ঈশকিতা আফরিন,সহকারী শিক্ষক নাদিরা বেগম ও আব্দুর রউফ প্রমূখ।
ব্রেস্ট ক্যান্সার ও পুষ্টি বিষয়ে সচেতনতা, খাদ্যাভ্যাষ, রোগ পূর্ববর্তী সতর্কতা ও করনীয় ইত্যাদি স্বাস্থ্য শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স যাচিন্তা ও নার্সিং সুপারভাইজার বিউটি বেগম।
মতামত