সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নড়াইল জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, নড়াইল জেলা কমিটি।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল নড়াইল জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক তুলে দেন।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান, নড়াইল জেলা উপদেষ্টা পরিষদের মো. মোস্তাফিজুর রহমান আলেক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জালাল উদ্দিন, মো. আব্দুল রব ফকির, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, নড়াইল জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বারি, সহ-সভাপতি সেনা অবসরপ্রাপ্ত মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি মুছা পারভিন সুলতানা, যশোর বাঘারপাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি মো. জশিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মো. আজিজুল রহমান, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন ও প্রচার সম্পাদক মো. আলোম চান মিয়া।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করলেও সদ্য যোগদানকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মাননা নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, প্রথমে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে চান, এরপর ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করবেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নির্ধারিত সম্মাননা স্মারক সংস্থার নিকট সংরক্ষিত থাকবে।
এই সম্মাননা প্রদান কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার সংস্থা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও কার্যকর মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত