সারাদেশ

হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪

হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২৯

ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় চারজন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নিয়মিত মামলার আসামিরা রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে হালুয়াঘাট থানাধীন ১২নং স্বদেশী ইউনিয়নের ঘাশীগাঁও গ্রামে আসামি আল-আমিনের (৩০) বসতবাড়ির লাকড়ির ঘরে মাটির নিচ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আল-আমিন (৩০) ও মো. মন্নাছ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলায় এজাহারভুক্ত আসামি মো. আব্দুল্লাহকে (২৫) ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।