সারাদেশ

ঈশ্বরদী 'নোঙর' এর আয়োজনে দিনব্যাপী সাহিত্য যাত্রা অনুষ্ঠিত

ঈশ্বরদী 'নোঙর' এর আয়োজনে দিনব্যাপী সাহিত্য যাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:০০

পাবনার ঈশ্বরদী'র সাহিত্য ও গবেষণামূলক সংগঠন 'নোঙর' এর আয়োজনে গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী একটি সাহিত্য সফর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির সূচনা হয় ঈশ্বরদী বাসটার্মিনাল থেকে, যেখানে একদল সাহিত্যকর্মী ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু, এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস সাহিত্য সফরের যাত্রার উদ্বোধন করেন।

সাহিত্য যাত্রায় শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী পরিদর্শন শেষে একই চত্বরে একটি স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এই আসরে বক্তৃতা প্রদান করেন পাবনার সাংস্কৃতিক সংগঠন 'উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়। কবিতা আবৃত্তি করেন উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, প্রচার সম্পাদক কবি ও নৃত্যশিল্পী মীম ফয়সাল, নোঙর সদস্য কবি শাহানাজ পারভীন, নূরুল ইসলাম বাবুল, পরিতোষ পাল, এবং ঈশিকা হাসান।

রবীন্দ্র কুঠিবাড়ী থেকে রওনা হয়ে পরবর্তী গন্তব্য ছিল প্রখ্যাত সুফী সাধক লালন সাঁইজীর আখড়া, যেখানে কালীগঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয় লালন সাঁইজির জীবনী নিয়ে আলোচনা।

এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্যানুরাগী সাংবাদিক মাহাবুবুল হক দুদু, এবং সভাপতিত্ব করেন লালন গবেষক প্রফেসর সাজিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন গড়াই নন্দিনী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা, সিরাজ বিশ্বাস, সাঁথিয়া থিয়েটারের সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, কবি, সাংবাদিক, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোসা: শাহিদা খাতুন, এবং সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ সভাপতি সানোয়ার রহমান সনু।

এই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাউল শিল্পী চন্দন, কণ্ঠশিল্পী অরণী, এবং লালন শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে।