কুষ্টিয়ার কুমারখালীতে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী থানা চত্ত্বরে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আয়োজনে এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাবাড়ি কিংবা অফিসে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটলে তা নিবারণের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন। মহড়াটি পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক ইসাহক আলী।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলায়মান শেখ, উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস, অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক এখলাস জসিম উদ্দিনসহ থানার অন্যান্য কর্মীরা।
মতামত