ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানাধীন তেলিখালী এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০ বোতল ভারতীয় তৈরী ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) রাজীব তালুকদার এবং তার সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মিলন আহম্মেদ (১৯), পিতা- মোঃ ফজলুল হক এবং মাতা- মোছাঃ রোকিয়া খাতুন, গ্রামের নাম বাঘাইতলা তেলিখালী, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। পুলিশ জানায়, মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং এই চক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছে।
মতামত