সারাদেশ

সালথা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালথা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : সালথা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩৮ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:০৬

ফরিদপুর জেলার সালথার ঐতিহ্যবাহী সালথা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন তেলাওয়াত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

মাদ্রাসার সুপারইনটেনডেন্ট মাওলানা তাওফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্যা মাছরুর খান (সবুজ), প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান (জাহিদ), এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব মোঃ মাসুদুর রহমান, মুরাদ শরীফ, দাতা সদস্য মোঃ বাবুল মোল্যা, মান্নান মাতুব্বর, পাঞ্জু মাতুব্বর, সালথা মডেল মসজিদের ইমাম মোঃ রবিউল ইসলাম, তারুণ্যের অ্যাকাডেমিক পরিচালক মোঃ মাহতাব মুন্সী সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্রীড়া শপথ, মশাল দৌড়, দৌড় প্রতিযোগিতা, হাম নাথ কুরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, অন্ধের হাড়ি ভাঙ্গা, গোলক নিক্ষেপ, বিশের বালিস বদল, ব্যাঙ লাফ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ আয়োজনে সার্বক্ষণিক উপস্থাপনার দায়িত্ব পালন করেন মোঃ বাবুল হোসাইন ও কামরুজ্জামান (বাচ্চু মোল্যা)।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয়ে উঠেছে এবং মাদ্রাসার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করেছে।