ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিশেষ ক্ষমতা আইনের তদন্তাধীন আসামিরাও।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, উজানপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া, গুজিয়াম গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে মোঃ রুবেল মিয়া এবং একই গ্রামের মোঃ আব্দুর রশীদের ছেলে মোঃ স্বপন মিয়া।
বিশেষ ক্ষমতা আইনের তদন্তাধীন আসামিরা হলেন, ত্রিশাল পৌর শ্রমিক লীগের আহবায়ক মোঃ রুবেল সরকার এবং ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, এই অভিযান বিভিন্ন মামলার দীর্ঘস্থায়ী তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।
মতামত