নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, যুদ্ধের সময় এত মানুষ মারা যায় না।
এ কথা তিনি খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বলেন। বুধবার সকালে উপজেলার কপিলমুনি ধান্য চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা উপজেলা সভাপতি এইচ এম শফিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, নিসচা'র মহাসচিব আজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ আরো অনেকে।
নিসচা উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজ এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী। এ সময় ইলিয়াস হোসেন, জামায়াত নেতা বুলবুল আহমেদ সহ নিসচার উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা এবং বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত