কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স ফোর স্টার ব্রিকস নামক ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত পরিচালিত হচ্ছিল।
এ অভিযানে ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত ভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় এবং ভাটার জলন্ত আগুন ফায়ার সার্ভিস দ্বারা নিভিয়ে ফেলা হয়। এর ফলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
মোবাইল কোর্ট অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, উপজেলা ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরণের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানানো হয় যে, পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত