সারাদেশ

কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৫৮

কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/আর্টিকেল ১৯ এর আর্থিক সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে, ১১ ফেব্রুয়ারি তারিখে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোঃ আব্দুল মতিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কুড়িগ্রাম। উলিপুর উপজেলার বন্যা কবলিত এলাকার ৩৫ জন নারী ও কিশোরী এতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম, খন্দকার মো: ফিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম এবং মোঃ সাদিক আল হায়াত, উপ-পরিচালক, লাইট হাউজ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া, প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প সমন্বয়কারী, লাইট হাউজ।