সারাদেশ

গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৪৭

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের গৌরী আরবান উচ্চ বিদ্যালয় ও গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড্ডয়ন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ ও মশাল পরিক্রমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

ক্রীড়া প্রতিযোগিতার ২৯টি ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া আফরোজা, বিদ্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. কার্তিক চন্দ্র বর্মন, শরীরচর্চা শিক্ষক শিল্পী ঘোষ, সহকারী শিক্ষক মোছা. কামরুন্নাহার, নূরীয়া খাতুন, নিখিল কুমার, আল আমিন, তাহমিনা আলীমা রোকনী, মনিরা পারভীন, এস.এম. আসাদুজ্জামান, আয়শা খাতুন, ক্রীড়া শিক্ষক মো. রবিউল ইসলাম লেবু।

এছাড়া যুব রেড ক্রিসেন্ট, গার্লস গাইড দলের সদস্যরা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।