সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৪৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। নেতৃবৃন্দ জানিয়েছেন, সদস্যদের ভোটের মাধ্যমে পরবর্তী সময়ে কমিটি গঠন করা হবে।

পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

সকাল ১১টায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. জামাল বাচ্চুর সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।