সত্য ও সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ২৫ বছর পেরিয়ে গেলো দৈনিক যুগান্তর। পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি করেছে।
যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম শুধু একজন সৎ ও সাহসী মানুষই ছিলেন না, তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। বিশেষ করে মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে ওঠায় স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়ন হয়েছে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে।
যুগান্তর তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি অনন্য স্থান করে নিয়েছে। বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাহসী সংবাদ প্রকাশ করে যুগান্তর পাঠকদের আস্থা অর্জন করেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। তিনি যুগান্তরের সাফল্যের প্রশংসা করে বলেন, যুগান্তর তার নীতিতে অবিচল থেকে সত্য ও সাহসের সঙ্গে কাজ করে চলেছে, যা গণমাধ্যমের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, থানার সেকেন্ড অফিসার এসআই সাহানুর, সিনিয়র সহ-সভাপতি হাজি মাসুকুর রহমান, পৌর বিএনপির সেক্রেটারি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক, ছাত্র সমন্বয়ক এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি শংকর পাল সুমন, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভূঁইয়া, যুবদল নেতা জনি পাঠান ও সুহেল মাহমুদ।
বক্তারা দৈনিক যুগান্তরের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য প্রকাশের নীতিতে অটল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবপুর প্রেস ক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান।
মতামত