সারাদেশ

নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ সম্পন্ন

নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৪ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৫

শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলায় সামাজিক যোগাযোগ কৌশল বিষয়ে ধর্মীয় নেতাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ নাগেশ্বরীতে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নাগেশ্বরী উপজেলার আরডিআরএস বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ইউনিসেফের অর্থায়নে এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়, হান্নান, আনোয়ার হোসেন।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন এসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার ও কুড়িগ্রাম এপি\'র প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি।

এই প্রশিক্ষণে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।