অপরাধ

কুড়িগ্রামে ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামে ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১:০৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত ০৬টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে নাগেশ্বরীর সোনাইর খামারে অবস্থিত এম বি এম ব্রিকস, সন্তোষপুরে অবস্থিত এফ এম বি ব্রিকস, আলেপের তেপতিতে অবস্থিত এস এন ব্রিকস, নিলুর খামারে অবস্থিত এস আর বি ব্রিকস ও বেগম ব্রিকস এবং ব্যাপারীহাটে অবস্থিত এস বি ব্রিকস নামক ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে ভেঙ্গে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।