অপরাধ

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৪৭

বাংলাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

তিনি ১৯৯৬ সাল থেকে টানা ২৯ বছর ধরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করে। ঢাকা ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে, এখনও পর্যন্ত কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।