অপরাধ

ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৪৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জাল দলিল সৃজন চক্রের একজন সদস্য গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সিল, ষ্ট্যাম্প, জাল দলিল ও খসড়া কাগজ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, ময়মনসিংহ সদরের চর ইশ্বরদিয়া গ্রামে আলমগীর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি সংশ্লিষ্ট জাল দলিল সৃজন করে আসছিল। তার বাড়িতে অভিযান চালিয়ে মূলহোতা আলমগীর হোসেন (৩১)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর এবং তার চক্রের অন্যান্য সদস্যরা স্বীকার করেছেন, তারা নতুন দলিল সৃজনের পাশাপাশি পুরনো দলিলের মধ্যে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদী জমির মালিক না হলেও তাদের মালিক বানিয়ে দিত। এছাড়া, জমির নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করা এবং জমির পরিমাণ কমিয়ে অন্যদের নাম জারি করা হয়েছিল।

জেলা গোয়েন্দা শাখার অভিযানকালে চক্রটির আরো অন্ততঃ ৪ জন সক্রিয় সদস্যের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ময়মনসিংহ সদরের চরইশ্বরদিয়া ইউনিয়নের আবুল মুনছুরের ছেলে।

এ সময় জব্দকৃত আলামত হিসেবে ৮টি সৃজনকৃত জাল দলিল, বিভিন্ন ইউনিয়নের ভূমি সংশ্লিষ্ট অফিসের ৬২টি সিলসহ ৩৬টি খোলা রাবার সিল, ১৪টি প্লাস্টিক হোল্ডারসহ ৩টি প্যাড, বিভিন্ন মূল্যমানের ১১০টি অনুলিপি ষ্ট্যাম্প, এবং ১৫০ পাতা খসড়া কাগজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।