সারাদেশ

ম্যাটস শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ম্যাটস শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৩১

ঢাকার শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে ইন্টার্ন ম্যাটস শিক্ষার্থী পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ইন্টার্ন ম্যাটস শিক্ষার্থী পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রীতম চন্দ্র সরকার বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক ও বর্বর হামলা চালিয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দাবি শুধু আশার বাণীতে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা পেশার সম্মান ও চার দফা দাবি বাস্তবায়ন চাই।

তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি মেডিকেল ও কমিউনিটি হেলথ ওয়ার্কাররা রোগীদের অ্যান্টিবায়োটিকের পরামর্শ দিচ্ছে, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ ম্যাটস চিকিৎসকদের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিলে রোগীরা আরও মানসম্পন্ন সেবা পেতো।

এ সময় ইন্টার্ন ম্যাটস চিকিৎসক সুরাইয়া আক্তার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার আশ্বাস দিলেও আমাদের দাবি মানা হচ্ছে না। জানুয়ারিতে আন্দোলনের সময় সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও, তা বাস্তবায়ন হয়নি। অথচ আমাদের জায়গায় কমিউনিটি ক্লিনিকে অদক্ষদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা চার বছরের চিকিৎসা বিষয়ক ডিপ্লোমাধারী, আমাদের নিয়োগ দিলে সেবার মান আরও বাড়বে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ম্যাটস শিক্ষার্থী পরিষদের সহ-সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক সজিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক লতিফুর সহ অনেকে।