ছবি : ডেভিল হান্টের নামে শয়তান ধরার অভিযান শুরু : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে, নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ‘ডেভিল’ তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে যারা শয়তান ধরার অভিযান শুরু করেছে, আমরা চাই তারা জনগণের শত্রুদের ধরুক। যারা জনগণকে শোষণ করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ গ্রামের একটি রাস্তা পর্যন্ত তৈরি করতে পারেনি।
এ সময় তিনি মৃধাপাড়া ও পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্তরা যাতে পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বর, উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, ইয়াছিন মোল্যা, বালাম হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
মতামত