সারাদেশ

গাইবান্ধায় মাদকের রমরমা ব্যবসা, মানববন্ধনে প্রতিবাদ

গাইবান্ধায় মাদকের রমরমা ব্যবসা, মানববন্ধনে প্রতিবাদ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪২

গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদক ব্যবসার মূল কেন্দ্র হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়, যা আশপাশের মানুষ ও ব্যবসায়ীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, কলোনির বাসিন্দাদের মধ্যে অনেকে মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। পথচারীরা ভয়ে এদের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পান না। এমনকি ব্যবসায়ীরাও এদের হুমকির মুখে থাকেন।

গত রোববার বিকেলে সুইপার কলোনির একদল ব্যক্তি উদয়ন প্রেসে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে হামলা চালিয়ে লুটপাট করে এবং তার ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারধর করে। বর্তমানে লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, মালিক সমিতির সভাপতি রবিন সেন, ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন ও আলমগীর হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, প্রশাসন মাদকের এই আস্তানার বিষয়ে জানলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফলে শহরের যুবসমাজ ধ্বংসের পথে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তারা দ্রুত এই মাদক আস্তানা উচ্ছেদ ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ব্যবসায়ী ও স্থানীয়দের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।