কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত একটি মসজিদের সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিজিবি প্রতিবাদ পত্র দিয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।
গত রোববার দিবাগত রাতে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। এ ঘটনায় সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বিজিবি ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানালেও বিএসএফ এখনো তা অপসারণ করেনি।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, এই মসজিদে বাংলাদেশ ও ভারতের মানুষ একসঙ্গে নামাজ পড়েন। মসজিদটি পুরনো হয়ে যাওয়ায় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিএসএফ বাধা দেয়, ফলে দুই বছর ধরে কাজ বন্ধ রয়েছে। এবার রাতে তারা সিসি ক্যামেরা লাগিয়েছে, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিএসএফের স্থাপিত সিসি ক্যামেরাটি সরিয়ে নিতে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, দেশভাগের আগে প্রতিষ্ঠিত দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদটি সীমান্ত রেখায় অবস্থিত। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করেন। তবে মসজিদের পুনর্নির্মাণে বিএসএফ বাধা দেওয়ায় দুই বছর ধরে এর নির্মাণকাজ বন্ধ রয়েছে।
মতামত