সারাদেশ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন চালায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

শিক্ষার্থীরা এক দফা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে বেলা ১২টা ৪০ মিনিটে সেনাবাহিনী, বেগমগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি পর্যালোচনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে ছিল না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট রহিমের নাম প্রস্তাব করায় প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের দিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমার বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, তবে তদন্তে তার কোনো সত্যতা মেলেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।