দিনাজপুরের খানসামা উপজেলায়
খানসামা বুড়াখাঁ পীরের মেলা বন্ধে মানববন্ধন করেছে খানসামা উপজেলা সচেতন নাগরিক কমিটি
ও উপজেলার সর্ব স্তরের সচেতন মানুষ।
বিগত কয়েক বছর ধরে খানসামা
উপজেলায় আয়োজন করা হতো বুড়াখাঁ পীরের মেলা। তবে প্রতিবার মেলায় অশ্লীলতা, জুয়া, মাদকদ্রব্যসহ
বিভিন্ন কর্ম কাণ্ডের কারণে সচেতন নাগরিক এ মেলার বিরোধিতা করে আসছে। গত কয়েক বছর সচেতন
নাগরিক সমাজ ও সাধারণ জনগণের প্রতিবাদের কারণে মেলা আয়োজন করা হয়নি। তবে এবছর কয়েক
দফা মানববন্ধন করেও মেলার কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না । সরজমিনে দেখা যেখা উপজেলার
তাতীপাড়া মোড় থেকে ৫০০ মিটার দক্ষিণে খানসামা বুড়াখাঁপীরের মেলার স্থান নির্ধারণ করা
হয়েছে এবং দোকান পাটের আনাগোনা দেখা যাচ্ছে।
আজ ১০ ফেব্রুয়ারি উপজেলা সচেতন
নাগরিক কমিটি ও সাধারণ জনগণ শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে
সর্বস্তরের মানুষ মিলে একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা করেন ।
এসময় বক্তারা বলেন, জুয়া ও
অশ্লীলতা সমাজের জন্য কখনই ভালো কিছু বয়ে আনে না। যুবসমাজকে ধ্বংসের একটি প্রক্রিয়া
হচ্ছে এই মেলা। বার বার মানববন্ধন করেও কোন ভাবে মেলা বন্ধ করা যাচ্ছে না । কোনো অপশক্তি
মেলা বন্ধে বাধা প্রদান করছে তা খতিয়ে দেখা দরকার । বিগত বছর গুলোতে মেলার শুরুতে অশ্লীলতা
না করা অঙ্গিকার করলেও অনুমোদন পাওয়ার পরে অশ্লীলতা জুয়া ও মাদকের পূর্ন হতোমেলা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার
মো. কামরুজ্জামান সরকার বলেন, ‘‘মেলার অনুমোদন উপজেলা প্রশাসন দিতে পারে না, এই ক্ষমতা
রয়েছে জেলা প্রশাসক এর। তবে জেলা প্রশাসক মেলার অনুমোদন দেয়ানি। অনুমোদন দিলেও মেলায়
কোন অশ্লীলতা, মাদক, জুয়া সহ কোন অনৈতিক কাজ হলে সাথে সাথে মেলা বন্ধ করে দেয়া হবে।
’’
মতামত