পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে।
তিনি জানান, পূর্বে চীনের সঙ্গে যে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি হয়েছিল তা কার্যকর হতে পারেনি, তাই এই পরিকল্পনায় কী থাকবে এবং কী থাকবে না, তা পুনরায় পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনগণের মতামত নিয়ে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের ৪৫ কিলোমিটার নদী ভাঙন এলাকা রয়েছে, যার মধ্যে ২২ কিলোমিটার সবচেয়ে বেশি নদী ভাঙন প্রবণ। তাই মার্চ মাসের মধ্যে টেন্ডার আহ্বান করে নদী ভাঙন রোধে কার্যক্রম শুরু করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি।
রোববার দুপুরে, তিস্তা নিয়ে করনীয় শীর্ষক গণশুনানি কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে অনুষ্ঠিত হয়। এই গণশুনানীতে তিস্তা পাড়ের বাসিন্দারা তাদের সমস্যাগুলি উপস্থাপন করেন এবং উপদেষ্টাদের কাছে দুঃখ-দূদর্শার কথা তুলে ধরেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তা নদীকে কোন দেশের একক নদী হিসেবে মনে না করার কথা উল্লেখ করে বলেন, তিস্তা কারো একক নদী নয়। যদি কেউ মনে করেন তিস্তা একক নদী, তা হবে তাদের ভুল ধারণা।
তিনি আরো বলেন, যদি আমাদের প্রতিবেশী বন্ধু হয়, তাহলে কেন বর্ষাকালে পানি ছাড়ার আগে আমাদের জানানো হয় না?
মতামত