অপরাধ

নোয়াখালীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-৩

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছবির পাইক গ্রামে এই ঘটনা ঘটে, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিহত জহির উদ্দিন বেচু (৪০), সুন্দলপুর ইনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, চোর সন্দেহে তাকে আটক করে বেধে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়, যেখানে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ—হাবিব উল্লা (৪৫), অজিউল্লা লিটন (৪০) এবং আবদুর রব খান সাহেব (৬৫)। ভিডিওতে দেখা যায়, বেচু রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন, তবে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

কবিরহাট থানার ওসি মো: শাহীন মিয়া জানান, ভিডিও দেখে আসামিদের শনাক্ত করা হয় এবং তারা প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। নিহতের মা বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় তদন্ত চলছে, এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।