অপরাধ

হাতিয়ায় মাদক ও নগদ টাকাসহ কারবারি আটক করেছে কোস্টগার্ড

হাতিয়ায় মাদক ও নগদ টাকাসহ কারবারি আটক করেছে কোস্টগার্ড

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৪০

নোয়াখালীর হাতিয়ায় মাদকসহ আয়াত হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, হুক্কা এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটক আয়াত হোসেন হাতিয়া উপজেলার পশ্চিম লক্ষ্মীদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তাদির হোসেনের ছেলে। কোস্টগার্ডের অভিযানে তাকে হাতেনাতে আটক করে পরে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে হাতিয়ার ‘এমপির পুল’ এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, তিনটি হুক্কা এবং নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন হাতিয়ার একটি টিম অভিযান চালিয়ে আয়াত হোসেনকে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আসামি আয়াত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।