সারাদেশ

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৩৫

নরসিংদীর রায়পুরায় স্ত্রী পাপিয়া সুলতানার (রুমা) শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নিহত হয়েছেন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিজ ঘরে কাজ করার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা ঘরের এক কোণে থাকা শাবল দিয়ে স্বামী আবুল কাসেমের মাথায় একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।