সারাদেশ

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২৯

কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার সদর ইউনিয়নের কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

এলাকাবাসীর অভিযোগ, ডাকাতরা পুলিশের সামনেই নির্বিঘ্নে পালিয়ে যায়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

ডাকাতির এই ঘটনা চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাহেদ খান নিশ্চিত করেছেন।

নৌকার মাঝি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা চালায়। নৌকাগুলো রাজিবপুরের কোদালকাটি ও পাখিউড়া থেকে চিলমারীর উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রী নেওয়ার জন্য নৌকাগুলো যখন খেয়াঘাটে ভিড়েছিল, তখনই ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল সেখানে আক্রমণ চালায়।

প্রথমেই ডাকাতরা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, খেয়াঘাটে নৌকার পাশেই কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা ডাকাতদের ঠেকানোর কোনো চেষ্টা করেননি।

নৌকার মাঝি মোসলে উদ্দিন বলেন, ঘাটে গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। ডাকাতরা এসে তাদের নৌকা লুট করার পর আমার নৌকাতেও হামলা চালায়। আমার নৌকার সব যাত্রীদের টাকা-পয়সা নিয়ে গেছে। পাশেই কয়েকজন পোশাক পরা পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন, কিন্তু কেউ কিছু করেননি।

চিলমারী থানার ওসি মোশাহেদ খান জানান, ডাকাতির বিষয়টি আমরা জেনেছি। এলাকা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে নৌপথে যাতায়াতকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।