সারাদেশ

লংগদুতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

লংগদুতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৩৯

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার চাইল্যাতলী বাজারে চাইল্যাতলী শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাসান্যাদম ইউনিয়ন শাখার সভাপতি মো. আলাউদ্দীন এবং সঞ্চালনা করেন হাফেজ মোফাচ্ছেল হক মারুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমীর মাওলানা মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. রেজাউল করিম, লংগদু সদর ইউনিয়নের নায়েবে আমীর মো. আবুবকর, সেক্রেটারি মো. আলমগীর হোসেন, বগাচতর ইউনিয়নের সেক্রেটারি মো. আব্দুল হাকিম ও ভাসান্যাদম ইউনিয়নের সহসভাপতি মো. মনির হোসেন।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। শতাধিক শিশু হত্যা করা হয়েছে, বৃদ্ধদের পর্যন্ত ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ইতিহাসের নৃশংসতম পৈশাচিকতা প্রদর্শন করেছে।

বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে আহত হওয়া আমাদের উপজেলার সন্তান আমানুল্লাহ আমাদের গর্ব। তার মতো নির্যাতিতদের সাহসের কারণেই আমরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

সমাবেশ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।