অপরাধ

কুমারখালীতে পৌর ছাত্রলীগের সভাপতি সহ আটক-২

কুমারখালীতে পৌর ছাত্রলীগের সভাপতি সহ আটক-২

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৫১

কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি এবং পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে আটক করা হয়েছে। 

রোববার ভোরে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয় (২১) এবং বেলা ১২টার দিকে উপজেলা মোড় থেকে পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) কে আটক করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এর পরবর্তী সময়ে, ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদককে আটক করা হয় এবং পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতিকে আটক করে তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।