সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে বিআরটিএর চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে বিআরটিএর চেক বিতরণ

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৩

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ড কর্তৃক এই চেক বিতরণ করা হয়।

বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহজামাল হক, মোটরযান পরিদর্শকবৃন্দ ও সাংবাদিকরা।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারের মনোনীত সদস্যদের হাতে এই চেক হস্তান্তর করা হয়। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বিআরটিএ তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সবাইকে ধন্যবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই করে অর্থ সহায়তা মঞ্জুর করে।

এই উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।