খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উভয় গাড়ির চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি এন্টারপ্রাইজ নামে একটি কাভার্ডভ্যান পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে সেটি বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। তবে বাসটিতে ৪০ জন যাত্রী থাকলেও তারা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত