পিরোজপুরের ইন্দুরকানীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হাবিবুল্লাহ মোল্লা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার টগড়া এলাকায় ইন্দুরকানী ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে রিফাত নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়, যাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হাবিবুল্লাহ মোল্লা ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকার বারেক গাজীর ছেলে। সে ইন্দুরকানী মেহেরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহত হাবিবুল্লাহর খালু জাহাঙ্গীর আলম জানান, হাবিবুল্লাহ শেখার জন্য ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পাড়েরহাট ওয়াপদা রোড থেকে ইন্দুরকানী উপজেলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের পেছনে তার সহপাঠী রিফাত বসা ছিল। ইন্দুরকানী ব্রিজের ঢালে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই শিক্ষার্থীই গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. আসিফ বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।
হাবিবুল্লাহর মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত