সারাদেশ

সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি ঘর পুড়ে ছাই

সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি ঘর পুড়ে ছাই

ছবি : গ্যাসলাইট নিয়ে খেলাটাই যেনো কাল হয়ে দাঁড়ালো ৫ পরিবারের, মিনিটে শেষ হয়ে গেলো ১০ টি বসতঘর


প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০:৪৫ আপডেট : ৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৪৬

ফরিদপুরের সালথায় শিশুরা গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে চার কৃষকের বসতঘরসহ অন্তত ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র এবং ধান-পাট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০-৩৫ লাখ টাকা বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্তদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আহম্মেদ মোল্যার বসতঘরের পাশে কয়েকজন শিশু গ্যাসলাইট নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে গ্যাসলাইটের আগুন থেকে আহম্মেদ মোল্যার ঘরের বেড়ায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘর ও রান্নাঘরে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আহম্মেদ মোল্যার ৪টি, আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি এবং আমিনুর মোল্যার ১টি ঘর পুড়ে যায়। এসব ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, ধান-পাট ও অন্যান্য মালামালও আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক। তারা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। বর্তমানে তাদের থাকার মতো কোনো জায়গা নেই, খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

সালথা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. রাজু আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে ততক্ষণে চার পরিবারের অন্তত ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের পক্ষ থেকে সহায়তা পাওয়ার দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।