অপরাধ

আশুলিয়ায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

আশুলিয়ায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৫৫ আপডেট : ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:১৭

আশুলিয়ায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের সহ-সভাপতি রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজু আহমেদ আশুলিয়া থানার ভাদাইল এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে বিএনপি নেতাদের ম্যানেজ করে দীর্ঘদিন পলাতক ছিলেন রাজু। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা একাধিক হত্যা মামলা দায়ের করেন, যেখানে রাজু এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানার একটি চৌকস টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, রাজু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে একাধিক হত্যার নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সে কোথাও হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে, আবার কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত জুলাই-আগস্ট মাসে আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সাভার-আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। এমন অসংখ্য ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।