সারাদেশ

বীরগঞ্জে তারেক পরিষদের ইউনিয়ন কমিটি গঠন

বীরগঞ্জে তারেক পরিষদের ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৫৮

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন এবং চাঁদামুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকারে জাতীয়তাবাদী তারেক পরিষদের ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে এক সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ মোয়েন উদ্দীন সরকার আহ্বায়ক এবং মোঃ সিয়াম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ সোহাগ সরকারসহ আরও ১১ জনকে কমিটির বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মোয়েন উদ্দীন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সোহরাওয়ার্দী হাসান নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তারেক পরিষদের সদস্য সচিব মোঃ মিষ্টার আনিস, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু দাউদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজিবুল ইসলাম সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।