সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ-এর উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ-এর উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৫৫

চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় এসডিএফ-এর চলমান প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন। 

কর্মশালায় উপস্থিত ছিলেন এসডিএফ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণসহ গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে পরিচালিত এবং এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।

কর্মশালার শেষ পর্যায়ে সভাপতিত্বকারী নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে কর্মশালার সফল বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি এসডিএফ-এর ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরামর্শ দেন এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন। এভাবে কর্মশালাটি সম্পন্ন হয়।