তিস্তা অববাহিকার কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। তবে দিন দিন নদী ভাঙন, পানি সংকট ও নাব্যতা হ্রাসের কারণে এই অঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উলিপুর বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলার চারটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সভায় বক্তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এই নদী রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা ঘোষণা দেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর দুই প্রান্তে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগমের আয়োজন করা হবে বলে জানান তারা।
তিস্তা নদীকেন্দ্রিক রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও কমিটির উলিপুর শাখার প্রধান সমন্বয়ক মো. হায়দার আলী, সাবেক সভাপতি উলিপুর উপজেলা বিএনপি আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বুলবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলায়মান আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম, পৌর মহিলা দলের আহ্বায়ক তাহমিনা বেগম রুবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হামিদুল ইসলাম হামিদ, উপজেলা ছাত্রদলের খোকন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
মতামত