সারাদেশ

সেভেন ফাইটার্সের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সেভেন ফাইটার্সের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি : সেভেন ফাইটার্সের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৫৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে সেভেন ফাইটার্স উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সেভেন ফাইটার্স এর উদ্যোগে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত বিতরণ করেন সেভেন ফাইটার্স এর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, আলমগীর, রাজু, জাকির, বাসার, আলিউল ইসলাম, শাকিল, শিমুল সহ প্রমূখ।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে সেভেন ফাইটার্স এর সদস্যরা একথা বলেন।