সারাদেশ

লংগদুতে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

লংগদুতে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:০৪

রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার সভাপতি এম জাহিদ বিন খলিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ হুসাইন মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল মান্নান ইসলামাবাদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ হারুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার সভাপতি মো. আলী এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি, লংগদু উপজেলা শাখার হাফেজ আব্দুল মতিন। এছাড়া সম্মেলনে আরও অনেক অতিথি ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন, যা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। 

বক্তারা আরও বলেন, দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে রক্ষা করে সঠিক ইসলামী আদর্শে গড়ে তুলতে এই সংগঠন কাজ করে যাচ্ছে। তারা ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।