তারুণ্যের শক্তিতে এগিয়ে যাক বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে শাহজাদপুর যুব ঐক্য পরিষদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা শাহজাদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক মো. ওমর ফারুক। যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পিয়াল, কিবরিয়া খান সজল, মো. মহিউদ্দিন, এস প্রেম, ডা. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আহ্বায়ক মো. ওমর ফারুক তার বক্তব্যে বলেন, শাহজাদপুর যুব ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক, যুব উন্নয়ন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আমরা শাহজাদপুরের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজসেবার মাধ্যমে শাহজাদপুরের উন্নয়নে ভূমিকা রাখতে চাই এবং দেশের সকল মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই।
উল্লেখ্য, সংগঠনটি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করছে।
মতামত