সারাদেশ

গোমস্তাপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল নিক্ষেপ

গোমস্তাপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদীয়াড়ী সিরোটলা গ্রামে সাংবাদিক সোহেল আমান আর্জেন্টের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

গত বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, ককটেলটি নিষ্ক্রিয় করার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক সোহেল আমান আর্জেন্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা এ ঘটনাকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।