বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, ককটেলটি নিষ্ক্রিয় করার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক সোহেল আমান আর্জেন্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা এ ঘটনাকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত