দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধীনে পরিচালিত নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪মে) সকালে রংপুর মেডিকেল কলেজের একাডেমিক ভবন কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশে একযোগে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হয়। রংপুর মেডিকেল কলেজে ৩৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
মতামত