সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের দশদিন পর পুকুর থে‌কে পাওয়া গেল যুবকের মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের দশদিন পর পুকুর থে‌কে পাওয়া গেল যুবকের মরদেহ

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৯ আপডেট : ৭ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪২

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ‌ের দশদিন পর শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে এক ব‌্যক্তি নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরিপানা কাটার জন‌্য যায় এবং কচু‌রিপানার ম‌ধ্যে হটাৎ মানুষের হাত দেখতে পান। বিষয়টা স্থানীয় লোকজনকে জানা‌লে তারা পুলিশকে খবর দেয়। পরবর্তী‌তে প‌ুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ ছিল। পারিবারিক ভাবে বেশ কিছু দিন ধরে তার শ্বশুর বাড়ির সাথে ঝামেলা চলছিলো। এমন‌কি কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন আমান ভাইকে মারধর করে। 

এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের শরীর পঁচে-গলে গেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুও কারণ জানা যাবে।